ফাউন্ডেশন ছাড়া তিন তলা বাড়ির এক তলার নির্মাণ সামগ্রীর মালামাল ও বাড়ি নির্মাণ খরচের হিসাব বেড় করা হল।
ইটের সংখ্য = ৯০৭২ টি।
প্রতিটি ইটের দাম ৮ টাকা করে হলে।
৯০৭২ টি ইটের মোট দাম হয় = (৮☓৯০৭২) = ৭২৫৭৬/- টাকা।
সিমেন্ট লাগবে = ১৭৯ ব্যাগ।
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪৪০ টাকা হলে।
১৭৯ ব্যাগ সিমেন্টের মোট দাম হয় = (৪৪০☓১৭৯) = ৭৮৬২৫/- টাকা।
রড লাগবে = ৯৭৬ কেজি।
প্রতি কেজি রডের দাম ৬২ টাকা করে হলে।
৯৭৬ কেজি রডের দাম হয় (৬২☓৯৭৬) = ৬০৪৮০/- টাকা।
ইটের খোয়া লাগবে = ২৪৭ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ৯২ টাকা হলে।
২৪৭ সি এফ টি খোয়ার মুল্য হয় = (৯২☓২৪৭) = ২২৬৮০/- টাকা।
বালি লাগবে = ১২৬ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি বালির দাম = ৬০ টাকা হলে।
১২৬ সি, এফ, টি বালির মুল্য হয় = (৬০☓১২৬) = ৭৫৬০/- টাকা।
ইলেকট্রিক্যাল খরচ হবে = ৪৮৩৮৪/- টাকা।
প্লাম্বিং খরচ হবে = ৫৪৪৩২/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ২৪১৯২/- টাকা।
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৩১২/ টাকা হলে।
৮৬৪ স্কয়ার ফিটের খরচ হবে = (৩১২☓৮৬৪) = ১৫১২০০/- টাকা।
দরজা ও জানালার খরচ হবে = ৬০৪৮০/- টাকা।
গাড়ি ভাড়া খরচ হবে প্রায় = ৯০৭২/- টাকা।
অন্যান্য খরচ হবে প্রায় = ১৫১২০/- টাকা।
ফাউন্ডেশন ছাড়া শুধু মাত্র এক তলা বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ৬০৪৮০০/- টাকা।
আবার ফাউন্ডেশন বাদে ৩ তলা বাড়ির নির্মাণ খরচ হবে = (৩☓৬০৪৮০০) = ১৮১৪৪০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ ৩ তলা বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হবে।
= (১৮১৪৪০০➕ ৪৩২০০০) = ২২৪৬৪০০/- টাকা।
রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।