Bkash Distribution sales officer
Distribution sales officer

নিয়োগ বিজ্ঞপ্তিঃ
টাঙ্গাইল সদরে Es Trade & Co ( Authorized Distributor of bKash Ltd.)এর আওতাধীন বিকাশের জন্য কিছু সংখ্যক DSO ( Distribution sales officer
)
এবং
৩ জন MAO (Merchant Acquisition Officer) নিয়োগ দেওয়া হবে।
★কাজঃ মার্কেটিং করতে হবে। থানা পর্যায়ে কাজ করতে হবে।
★শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে এইচ.এস.সি পাশ।
★আবশ্যকঃ মোটর সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, স্মার্ট ফোন থাকতে হবে, নম্র ভদ্র হতে হবে।
★বেতন + মোবাইল বিল+ ইনসেন্টিভ + দুপুরে খাবারের জন্য ডিএ বিল দেওয়া হয়, + মার্কেটিং এর জন্য মোটর সাইকেল দেওয়া হবে + বছর শেষে ইনক্রিমেন্ট দেওয়া হয়।
(বিঃদ্রঃ বেতন আলোচনা সাপেক্ষে)
★অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
★★আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ নিচের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।
Es Trade & Co
Authorized Distributor of bKash Ltd.
Mobile: 01713497555,
01766252525, 01320351199