পানির leakage বন্ধ করার উপায়
পানির leakage বন্ধ করার উপায়

প্রথমে পানি শুকিয়ে ফেলুন ।তারপর কাপড় কাচার সোডা আর সিমেন্ট অর্ধেক অর্ধেক মিলিয়ে সেইটা পানির সাথে ভালোভাবে মেখে নেন । হালকা শক্ত রেখে পুটিং মত করে ওখানে লাগিয়ে দেন তারপর প্লাস্টার করে দেন দেখবেন পানি বন্ধ হয়ে যাবে। সিমেন্টের সাথে সোডা মেশানোর ফলে সিমেন্ট টা তাড়াতাড়ি ওখানে জমে যাবে ফলে লিকেজটা কম হবে বা বন্ধ হয়ে যাবে।