১০০% সিজন ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে চৌকাঠগুলো তৈরি করা হয়।

১০০% সিজন ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে চৌকাঠগুলো তৈরি করা হয়।

১০০% সিজন ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে চৌকাঠগুলো তৈরি করা হয়।
১০০% সিজন ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে চৌকাঠগুলো তৈরি করা হয়।

১০০% সিজন ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে চৌকাঠগুলো তৈরি করা হয়।

দরজার ক্ষেত্রে চৌকাঠ সবথেকে মজবুত অংশ, যেটা ইটের ওয়ালের সাথে ৬ থেকে ৭টা ক্লাম্পের সাথে আটকানো থাকে, চৌকাঠ যদি ৪ ফুটের চেয়ে বেশি চওড়া হয়, দুই পাশে ৩ টা করে ক্লাম্প লাগানো হয় এবং উপরে একটা ক্লাম্প লাগানো হয়, যাতে করে উপরের অংশটি ঝুলে না যায়। পুরত্ত সাধারণত ৫" দেয়ালের জন্য ২.২৫" x ৫.৭৫" হয়ে থাকে। এটার ৩ টি অংশ থাকে, দুই পাশের দুইটি কাঠ একই ৭ ফুট লম্বা এবং উপরের অংশটা প্রয়োজন মত কম বা বেশি হয়ে থাকে। সর্বনিম্ন ২.৫ ফুট এবং সর্বোচ্চ ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে। এই ৩টি অংশ দুইটি ডভটেইল জয়েন্টের মাধ্যমে সংযুক্ত করা হয়। ডেলিভারির পূর্বে আমরা এই জোরাগুলি ফেভিকল আঠা এবং পেরেক দ্বারা সংযুক্ত করে থাকি, দুইটি কাঠের টুকরা দ্বারা উপরের দুইটি ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল নিখুঁত করে থাকি, একটি কাঠের টুকরা মাঝখানে এবং অপরটি নিচে লাগিয়ে ৭ ফুট লম্বা চৌকাঠ দুটি সমান্তরাল করে থাকি। চৌকাঠের মধ্যে দরজা ঢোকার অংশটি বিট কেটে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং চৌকাঠে ধাক্কা খেয়ে আঘাত যাতে কেউ আঘাত প্রাপ্ত না হয় সে জন্য নিরাপদ করা হয়েছে। চৌকাঠের উপরের দুই পাশের ডভটেইল মেইল অংশটি ফেভিকল আঠা এবং কিছু পেরেক দ্বারা মজবুত ভাবে ফিমেল অংশের সাথে সংজুক্ত করা হয়।

চৌকাঠের ভিতরের অংশ, যেখানে দরজাটি লাগানো হয়, সেখানে একটা গ্রুভ কাটা হয়। যা সাধারণত ০.৫" x ১.৫" হয়ে থাকে। এই গ্রুভটি সুধু দরজা লাগানোর জন্নই কাটা হয়ে থাকে। দরজা যখন বন্ধ করা হয়, এই গ্রুভটার কারনেই কোন ডাকাত দরজা অথবা চৌকাঠ ভাঙ্গা ছাড়া প্রবেশ করতে পারবেনা। দরজার একপাশে ৪ টি থেকে ৫টি কব্জা (মাঝে মাঝে ৬টিও লাগতে পারে, দরজার সাইজ এবং ওজনের উপর নির্ভর করে) দ্বারা দরজাটাকে ঝুলানো হয় আর অন্য পাশে একটি তালা এবং দুইটি ছিটকানি লাগানো হয়। দরজা ফিটিংএর সময় সাধারণত ০.৫ সুতা ফাঁক রাখা হয়। যা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দরজার বৃদ্ধি এবং সংকোচন সমন্বয় করে নেয়, যা আমাদের দেশের আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী।

সাধারণত দুই ধরনের পুরুত্তের চৌকাঠ ব্যাবহার করা হয়। এক ধরনের হচ্ছে ২.২৫" x ১১.৭৫", যা ৫"দেওয়ালের জন্য প্রযোজ্য, এবং অন্যটি হচ্ছে ২.২৫" x ৫.৭৫" যা ১০" ইটের দেয়ালের জন্য প্রযোজ্য। ২.২৫" x ১০.৭৫" পুরুত্তের চৌকাঠটি সাধারণত মেইন সৌন্দর্য বর্ধনীও দরজার জন্য বেবহ্রিত হয়। চৌকাঠ সাধারণত মেহগিণী, বার্মা টিক, চিটাগং শিলকরাই, টিক চাম্বুল, চিটাগং টিক এবং লোহা কাঠের হয়ে থাকে।

মেশিন ব্যবহার করে চৌকাঠ যেভাবে বানানো হয়ঃ

কাঠগুলোকে Air Dry করার পর Kiln-Dry Chamber এ সিজন করে ১৪% ময়েশ্চার কন্টেন্টে নিয়ে আসা হয়, যা আমাদের দেশের জন্য উপযোগী।সিজন করা এই ৬ X ২.৫০ সাইজের কাঠগুলিতে যদি কোন বাঁকা থাকে তা Heat and Pressure Bender মেশিন দিয়ে সোজা করে নেওয়া হয়।

সোজা করা কাঠগুলিকে Auto 4-Side Planer মেশিনের মাধ্যমে ৫.৭৫ X ২.২৫ এর চেয়ে ০.৫ সুতা পুরুত্ত বেশি রেখে সাইজ করা হয়।

সাইজ করা কাঠগুলিকে লম্বা ৭ ফুট কাঠগুলির দুই মাথা কেটে বরাবর ৭ ফুট করে নেওয়া হয় এবং মাথার কাঠগুলি চৌকাঠের সাইজ অনুযায়ী দুই প্রান্তে Sliding 45 Degree Cutting মেশিনে কাটা হয়।

এর পরে আমরা কাঠগুলিকে অটো বিট এবং রাবিট কাটিং মেশিনে সিঙ্গেল পাসে অটো বিট এবং রাবিট কাটা হয়।

৭ ফুট লম্বা কাঠটি Male Dovetail Cutting মেশিনে Male Dovetail কাটা হয় এবং দুই পাশে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা মাথার কাঠটিকে Female Dovetail Cutting মেশিনে Female Dovetail গ্রুপ কাটা হয়। এর পর চৌকাঠের কাঠগুলিকে Large Oscillating Drum Sander মেশিনের মাধ্যমে ফিনিশিং দেওয়া হয় এবং শেষে 4-Head Auto Brush Sander এর মাধ্যমে ফাইনাল ফিনিশিং দেওয়া হয়, এসময় চৌকাঠের সাইজ থাকে ২.২৫ X ৫.৭৫। চৌকাঠের ৭ ফুট অংশদুটি উপরের কাঠটির সঙ্গে দুই মাথা আঠা এবং পেরেকের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া হয়। উপরের অ্যাঙ্গেলদুইটি ৯০ ডিগ্রি রাখার জন্য উপরের অংশ থেকে ৭ ফুট লম্বা চৌকাঠের মধ্যে দুইটি কাঠের ব্রেস লোহা দিয়ে লাগানো হয়। ভিতরের গ্যাপ নিখুঁত রেখে ঠিক মাঝখানে এবং নিচ থেকে ২ ইঞ্চি উপরে আরও দুইটি কাঠের ব্রেস লাগানো হয়। এই ৪ টি ব্রেস লাগানোর পূর্বেই চৌকাঠগুলিকে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। ২৪ ঘন্টা পর চৌকাঠ কেমিক্যালগুলিকে যখন শুষে নেয় এবং বাইরের লেয়ার শুকিয়ে যায় তখন এগুলকে আস্তর এবং পলিশ করা হয়।

ব্রেস লাগানোর পর চৌকাঠে বাইরের অংশ যা দেওয়ালের সঙ্গে ক্লাম্প দিয়ে সংযুক্ত থাকে সেটিকে বিটোমেন দিয়ে ঢেকে দেওয়া হয়। চৌকাঠ ফিটিং করার পর কিউরিং না হওয়া পর্যন্ত ব্রেসগুলো লাগানোই থাকে। কিউরিং হওয়ার পর ব্রেসগুলিকে খুলে ফেলা হয়। এর পরে আমরা ফাইনাল পলিশ করে দেই চৌকাঠে দরজা ফিটিং করার সময়।

চৌকাঠের জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ

চিটাগাং শিল করাই ( চিটাগাং থেকে আগত )

বার্মা টিক ( বার্মা থেকে আগত )

চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )

টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )

মেহগিনী ( যশোর থেকে আগত )

চৌকাঠ সাধারণত ২ রকম মাপের হয়ে থাকে।

২.২৫” X ৫.৭৫” ( ৫” ইটের গাঁথুনির জন্য )

২.২৫” X ১০.৭৫”( ১০” ইটের গাঁথুনির জন্য )

১০” ইটের গাঁথুনিতে ২.২৫” X ৫.৭৫” পুরুত্তের চৌকাঠ ব্যবহার করা জেতে পারে।

চৌকাঠ সাধারণত ৪ সাইজের হয়ে থাকেঃ

পাল্লা ও চৌকাঠের মাপ এছাড়াও অন্য যেকোনো সাইজের হতে পারে।